ওয়েব ডেস্ক: ফেসবুক অন্তর্গত জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ তাদের গ্লোবাল প্রাইভেসি পলিসি আপডেট করছে। এরই মধ্যে তারা হোয়াটস অ্যাপে থাকা আপনার মোবাইল ফোন নম্বর শেয়ার করছে ফেসবুকের সঙ্গে। তবে অবশ্যই আপনার অনুমতি নিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হোয়াটস অ্যাপের সব তথ্য ফেসবুকে ফাঁস হয়ে যাচ্ছে? জানুন কীভাবে বন্ধ করবেন


হোয়াটস অ্যাপের পক্ষ থেকে জানা গিয়েছে, গ্রাহকদের অনুমতি না নিয়ে কখনওই হোয়াটস অ্যাপ তাঁদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করবে না।  এর জন্য তারা গ্রাহকদের কাছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পাঠাচ্ছে। কিন্তু কিছু গ্রাহক সেই টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে না পরেই তাতে সম্মতি দিয়ে দিচ্ছে। ফলে তাঁদের সমস্ত তথ্য ফেসবুকে শেয়ার হয়ে যাচ্ছে। তাই হোয়াটস অ্যাপ গ্রাহকদের প্রতি অনুরোধ করছে যে, যে কোনও মেসেজ ভালো করে পড়ে তবেই সম্মতি জানাতে।


কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশন জানুন https://www.whatsapp.com/legal/?l=en#key-updates


আরও পড়ুন এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, আইডিয়ার দারুন ডেটা প্যাক অফার