নিজস্ব প্রতিবেদন: ইচ্ছা হলেই আর কাউকে অ্যাড করা যাবে না হোয়াটসঅ্যাপে গ্রুপে। এমন ফিচার লঞ্চ করল সংস্থাটি। সেজন্য সেটিংসে গিয়ে কিছু বদল করতে হবে ব্যবহারকারীকে। তার পর তাকে আর সরাসরি কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না কেউ। বদলে তাঁর কাছে যাবে একটি ইনভিটেশন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ফিচারটি চালু করতে আপনাকে যেতে হবে Settings > Account > Privacy > Groups-এ সেখানে মিলবে তিনটি অপশন। "Nobody," "My Contacts," ও "Everyone."। 'Everyone' সিলেক্ট করলে আপনাকে গ্রুপে সরাসরি অ্যাড করতে পারবে যে কেউ। 'মাই কনট্যাক্টস' সিলেক্ট করলে শুধু মাত্র আপনার কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই আপনাকে সরাসরি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে। 'Nobody' সিলেক্ট করলে আপনাকে সরাসরি কোনও গ্রুপে অ্যাড করতে পারবে না কেউ। বদলে আপনাকে শুধুমাত্র গ্রুপে যোগদানের ইনভিটেশন পাঠাতে পারবে। ইনভিটেশন অ্যাকসেপ্ট করে আপনাকে যোগ দিতে হবে সেই গ্রুপে। 


ইতিমধ্যে বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপে এই ফিচার দেওয়া হয়েছে। মূলত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যে সমস্ত গ্রুপ থেকে ভুয়ো খবর ছড়ানো হয় তাদের রুখতেই এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।