হোয়াটসঅ্যাপ এখন লক্ষ কোটির ভরসা
ওয়েব ডেস্কঃ লোকে বলে অন্যের ভাগ্যের ছোঁয়ায় নাকি ভাগ্যোন্নতি হয়। মানুষের ক্ষেত্রে একথা কতটা সত্যি তা জানা নেই তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এমনই হয়েছে। মাত্র দু’বছর আগে ফেসবুকের সঙ্গে ভাগ্য জুড়েছে হোয়াটসঅ্যাপের আর এর মধ্যেই রমরমিয়ে উন্নতি। শুধু লক্ষ বা কোটি নয়, হোয়াটসঅ্যাপের ইউসার সংখ্যা এখন এক লক্ষ কোটি।
ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ জানিয়েছেন ফেসবুকের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তরতরিয়ে বেড়েছে হোয়াটসঅ্যাপের ইউসার সংখ্যা। রোজ প্রায় ৪২ লক্ষ কোটি মেসেজ আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপের এই বিশাল ইউসার সংখ্যা। তবে হোয়াটসঅ্যাপের এই রমরমা ‘ফ্রি’-এর সৌজন্যে। গেঁটের কড়ি খরচ করে হোয়াটসঅ্যাপ করা ইউসারদের একেবারেই না-পসন্দ। তাই অ্যানুয়াল ফি নেওয়ার কথা ভাবলেও আপাতত সে প্রস্তাব শিকেয় তুলে দিয়েছেন ফেসবুক সিইও। বিনেপয়সাতেই চালিয়ে যেতে চান হোয়াটসঅ্যাপের উন্নতি।