নিজস্ব প্রতিবেদন: হোয়াটস্যাপ-এ স্ট্যাটাস দেওয়ার অপশান নতুন কিছু নয়। কিন্তু, হোয়াটস্যাপ স্ট্যাটাস থেকে যে ফেসবুকেও শেয়ার করা যায় তা কি জানা ছিল? হোয়াটস্যাপের সর্বশেষ আপডেটের পর ফেসবুকেও শেয়ার করা যাবে হোয়াটস্যাপ স্টেটাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাতত হোয়াটস্যাপ বেটা অপশানেই এই ফিচার পাওয়া যাবে। তার সঙ্গে আপনার ফোনে ফেসবুক অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। ফেসবুক লাইটেও কাজ করবে এই ফিচার।


কি করে ফেসবুকে শেয়ার করবেন হোয়াটস্যাপের স্টেটাস? 


দুটি উপায়ে ফেসবুকে শেয়ার করা যাবে স্টেটাস। নতুন হোয়াটস্যাপ স্টেটাস ফেসবুকে শেয়ার করতে হলে,


১) নতুন স্টেটাস শেয়ার করতে হোয়াটস্যাপ-এ My Status- অপশনে যান এবং সেখানে Share to Facebook Story-অপশানটি সিলেক্ট করুন।


২) এর পরে একটি পপ আপ নোটিফিকেশন আসবে। সেখানে Allow বা Open অপশনটিতে টাচ করুন। 


৩) আগের স্টেপগুলি করলেই আপনার স্টেটাসটি ফেসবুকের স্টেটাস অপশানে এসে যাবে। এর পর ফেসবুকে স্টেটাস দেন, ঠিক সেই ভাবে স্টেটাসটি শেয়ার করে দিন।


আরও পড়ুন: এক ধাক্কায় ৩,০০০ টাকা দাম কমল Huawei Y9-এর!


পুরানো হোয়াটস্যাপ স্টেটাস ফেসবুকে শেয়ার করতে হলে,


১) হোয়াটস্যাপে আপনার স্ট্যাটাসের পাশের তিনটি ডট বা More অপশানে যান। 


২) সেখানে Share to Facebook অপশানে টাচ করুন। 


৩) আগের স্টেপগুলি করলেই আপনার স্টেটাসটি ফেসবুকের স্টেটাস অপশানে এসে যাবে। এর পর ফেসবুকে স্টেটাস দেন, ঠিক সেই ভাবে স্টেটাসটি শেয়ার করে দিন।