ওয়েব ডেস্ক: হোয়াটসঅ্যাপে যোগ হতে চলেছে বহুপ্রতীক্ষিত দু'টি ফিচার। মঙ্গলবার ফেসবুকের বার্ষিক সম্মেলনে একথা ঘোষণা করেন সংস্থার কর্ণধার মার্ক জুকারবার্গ। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি গ্রুপ কলিং ও স্টিকার ফিচার ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপে। ফোসবুকের জন্যও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ফেসবুকে আসছে 'ক্লিয়ার হিস্ট্রি' ও ডেটিং সার্ভিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেসবুকের তরফে এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কলিং ফিচার বেশ জনপ্রিয়। এবার তার সঙ্গে যোগ হচ্ছে গ্রুপ কলিং ফিচার। সঙ্গে ব্যবহার করা যাবে থার্ড পার্টি স্টিকারও। এতদিন অন্যান্য মেসেজিং অ্যাপে স্টিকার ব্যবহার করা গেলেও সেই সুবিধা ছিল না হোয়াটসঅ্যাপে। 


সিম ছাড়াই মোবাইল থেকে ফোন করা যাবে যে কোনও নম্বরে


জুকারবার্গের দাবি, ৪৫ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপে স্টেটাস ফিচার ব্যবহার করেছেন। তাছাড়া টার্গেটিং বিজনেস নামেও একটি ফিচার যোগ করেছে তারা। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে। জুকারবার্গের কথায়, রোজ ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে পরীক্ষা করা হয়েছে গ্রুপ কলিং ফিচার। কিন্তু বাণিজ্যিকভাবে প্রকাশ্যে আসেনি এই প্রযুক্তি।