এবার হোয়াটসঅ্যাপে বার্তালাপের সঙ্গে পাঠাতে পারবেন টাকা-পয়সাও
বাজার দখল নয়, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে এগিয়ে যেতেই হোয়াটস্যাপ পে আনতে চলেছে ফেসবুক।
নিজস্ব প্রতিবেদন: এবার আর্থিক লেনদেনের পরিষেবা হোয়াটসঅ্যাপ পে আনছে ফেসবুক। বৃহস্পতিবার হোয়াটস্যাপের গ্লোবাল হেড উইল ক্যাথকার্ট জানান, চলতি বছরের শেষেই লঞ্চ হতে চলেছে পরিষেবা। এর আগে এপ্রিলে ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেনের পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত বা দিনক্ষণ জানাননি।
হোয়াটস্যাপের গ্লোবাল হেড জানান, এর আগে ভারতে প্রায় ১০ লক্ষ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে পরিষেবা চালু করা হয়। কিন্তু, আইনি জটের কারণে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবারে সমস্ত নিয়ম মেনে এগোচ্ছে হোয়াটস্যাপ। কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্যের সুরক্ষানীতি অনুসরণ করছে সংস্থা।
ভারতে প্রায় ৩০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। হোয়াটস্যাপে বর্তমানে মেসেজ, অডিও ও ভিডিয়ো কলিং-এর সুবিধা আছে। আর্থিক লেনদেনের পরিষেবা চালু হলে অন্যান্য আর্থিক লেনদেনকারী সংস্থাগুলি বিপাকে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে বাজার দখল নয়, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে এগিয়ে যেতেই হোয়াটস্যাপ পে আনতে চলেছে ফেসবুক। হোয়াটস্যাপের গ্লোবাল হেড উইল ক্যাথকার্ট বলেন, 'ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাব। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরও আর্থিক লেনদেনে সুবিধা হবে।'
আরও পড়ুন- ভারতকে টক্কর দিতে ভাড়ার মহাকাশযানে মহাশূন্যে মানুষ পাঠাবে পাকিস্তান