ওয়েব ডেস্ক: ফেসবুকে রয়েছেন কতদিন হল? মনে নেই নিশ্চই। এ হিসাব আর কে রাখে! কিন্তু এটা কী আপনার জানা আছে যে ফেসবুকের 'প্রথম ফেস' কে ছিলেন? এইরকম বেশ কয়েকটা অদ্ভুত মজার তথ্য দেব আপনাকে ফেসবুক সম্পর্কে। দেখে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ফেসবুকের 'প্রথম ফেস' ছিলেন আল পাচিনো। শূন্য আর এক সংখ্যা দিয়ে তৈরী আল পাচিনোর একটা ঝপসা ছবি দেখতে পাওয়া যেত ফেসবুকের হোমপেজে।



২) রোজ ৬ লক্ষবার ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়।


৩) স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে অন্ত ১৪ বার ফেসবুকে লগ ইন করেন!


৪) আপনি ফেসবুক থেকে লগ আউট করার পরও ফেসবুক নজরদারি করে যে আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন!


৫) ফেসবুকে অন্তত ৩০ মিলিয়ান মৃত ব্যক্তি আছেন। মানে তাদের নামে অ্যাকাউন্ট রয়েছে।