ওয়েব ডেস্ক: টিভির রিমোট হোক বা মোবাইল ফোন, যেকোনও ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রেই 'পাওয়ার বাটন' বা অন/অফ করার সুইচ অথবা অপশানে খুব চেনা একটা চিহ্ন থাকে। চিহ্নটাতে একটা ছোট বৃত্ত আর দাঁড়ির মতো দেখতে একটা উল্লম্ব রেখা (vertical line) দেখতে পাওয়া যায়। কিন্তু এই চিহ্নটার মানে আসলে কী ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সারা বিশ্ব জুড়েই 'অন/অফ অপশান'-এর ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়। এই চিহ্নের ছোট বৃত্তটি আসলে 'শূন্য' (0) আর দাঁড়িটির মাধ্যমে 'এক' (1) সংখ্যাটিকে প্রকাশ করা হয়। কারণ, 'বাইনারি সিস্টেম' অনুসারে এক্ষেত্রে 'এক' (1) হল 'পাওয়ার'-এর প্রতীক আর 'শূন্য' (0)-এর মাধ্যমে 'পাওয়ার অফ'-কে প্রকাশ করা হয়। পরবর্তীকালে, এই দু'টি স্বতন্ত্র চিহ্নকে এক করে পাওয়ার অফ বা অন-এর চিহ্নটি তৈরি করা হয়।


আরও পড়ুন- একদিনে জুকারবার্গের প্রাপ্তিযোগ ২০ হাজার কোটি