নিজস্ব প্রতিবেদন: ভারতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে চিনা সংস্থা Xiaomi-র স্মার্টফোন। আপাতত এ দেশের বাজারে সংস্থার Redmi Note 5 Pro-র চাহিদা তুঙ্গে। এমনিতে এই ফোনটির দাম ১৪,৯৯৯ টাকা। তবে সংস্থার ওয়েবসাই Mi.com এবং Flipkart-এ এই ফোনটি আজ পেয়ে যেতে পারেন মাত্র ৪ টাকায়! বিশ্বাস হচ্ছে না! আজ, ১১ জুলাই Xiaomi-র চতুর্থ বার্ষিকী উপলক্ষে এই বিশেষ অফার দেওয়া হচ্ছে সংস্থার পক্ষ থেকে। আজ বিকেল ৪টে থেকে Mi.com এবং Flipkart-এ শুরু হবে Xiaomi-র বিশেষ ‘ফ্ল্যাশ সেল’। আপনার ফোনের নেটওয়ার্ক স্পিড আর ভাগ্য ভাল হলে আপনিও মাত্র ৪ টাকায় পেয়ে যেতে পারেন Redmi Note 5 Pro।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 5 Pro-র স্পেসিফিকেশন:


Redmi Note 5 Pro-এ থাকছে, ৪-৬ জিবি RAM-সহ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। ফোনটি থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি রিয়ার ক্যামেরা। সঙ্গে মিলছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও।


Redmi Note 5 Pro-এ থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এরই সঙ্গে থাকছে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই স্মার্টফোনে থাকছে কোয়ালকম SDM ৬৩৬ Snapdragon ৬৩৬ চিপসেট। এরই সঙ্গে থাকছে অ্যানড্রয়েড ৭.১.২ Nougat অপারেটিং সিস্টেম। ফোনটির ওজন মাত্র ১৮১ গ্রাম৷