নতুন ফোন কিনতে চান, তাও আবার মাসিক কিস্তিতে? দশ জায়গায় দৌড়াতে হবে না। দিস্তে দিস্তে নথিপত্রও জমা দিতে হবে না। পাতার পর পাতা সই করতে করতে হাতের আঙুলে কড়া পড়বে না আর। কারণ, এখন শাওমি এখন তার ইউজারদের জন্য একটি নতুন একটি অনলাইন পরিষেবা। নাম ‘মি ক্রেডিট’ (Mi Credit)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পরিষেবার মাধ্যমে শাওমির গ্রাহকরা ১০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন (স্মার্টফোন কেনার জন্য)। চলতি বছরে এই নিয়ে মোট তিনটি ভ্যালু অ্যাডেড পরিষেবা (মি ক্রেডিট, মি মিউজিক এবং মি ভিডিও) চালু করল সংস্থা।


এই পরিষেবাটি দেওয়ার জন্য শাওমি ‘ক্রেডিট বি’ নামে একটি সংস্থার সঙ্গে হাত হাত মিলিয়েছে। ঋণ দেওয়ার গোটা ব্যপারটাই হবে এই ‘ক্রেডিট বি’র প্ল্যাটফর্মে। সংস্থার দাবি, মাত্র ১০ মিনিটেই প্রয়োজনীয় নথিপত্র (KYC) দিলেই পেয়ে যাবেন ঋণ।


তবে শুধুমাত্র মিইউ (MIUI) গ্রাহকরাই এই ঋণের সুবিধা পাবেন। কী এই মিইউ (MIUI)? এটি আসলে শাওমির একটি নিজস্ব ROM (রিড ওনলি মেমরি)। শাওমির বেশ কিছু স্মার্টফোনে এবং স্যামসাং, অনার-এর মতো কয়েকটি নির্দিষ্ট সংস্থার ফোনে প্রি-ইনস্টল্ড রয়েছে এই মিইউ (MIUI)।


শাওমি তাদের ফোনের বিক্রি বাড়াতেই এই বিশেষ পরিষেবাটি চালু করল।