নিজস্ব প্রতিবেদন: বিশ্ব জুড়ে চলছে লকডাউন। বাতিল হয়েছে বহু ফোনের লঞ্চের তারিখ। সেখানে করোনাকে উপেক্ষা করেই বেজিং-এর সংস্থা Xiaomi ইউরোপে লঞ্চ করল তার নতুন মডেল Mi 10 Lite। চলতি সপ্তাহের শনিবার লঞ্চ করেছে এই ফোনটি। 5G কানেক্টিভিটি নিয়ে এসেছে এই ফোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি চিনে এই ফোনটি লঞ্চ করেছে। ভারতে চলতি মাসের শেষেই লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছে লঞ্চের তারিখ। ইউরোপে এই ফোন এখন লঞ্চ করলেও, এর বিক্রি শুরু হবে মে মাস থেকে। দেখে নেওয়া এই ফোনের দাম ও স্পেসিফিকেশন...


Mi 10 Lite এর স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে এই ফোনে।


২) ফোনের ভিতরে থাকছে Snapdragon 765 চিপসেট।


৩) এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। আর সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।


৪) ৪,১৬০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। এর সঙ্গে থাকছে ২০W ফাস্ট চার্জিং সাপোর্ট।


আরও পড়ুন: করোনা কোপে পিছিয়ে গিয়েছিল লঞ্চ, এবার ফাঁস হল Samsung Galaxy M11-এর স্পেসিফিকেশন


৫) ফোনের ডিসপ্লে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


৬) এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ।


৭) চারটি রঙে বাজারে পাওয়া যাবে এই ফোন।


৮) এই ফোনের দাম প্রায় ৩৪৯ ইউরো। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,২০০ টাকা।