ওয়েব ডেস্ক: ১৪ ফেব্রুয়ারিই বাজারে আসছে শাওমি রেডমি নোট ৫। শাওমির নতুন এই ফোন ফ্লিপকার্ট এক্সক্লুসিভ। ১৪ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোনটি। ইতিমধ্যে ফোনটির রেখাচিত্র দিয়ে একটি আস্ত পেইজ বানিয়ে ফেলেছে ফ্লিপকার্ট। #GiveMe5 শীর্ষক সেই পেইজে রয়েছে একটি জমজমাট ভিডিয়োও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বাকি সব বাদ দিন, WhatsApp-এই এবার থেকে পাঠানো ‌যাবে টাকা, মেটানো ‌যাবে বিল


চিনে এখনো লঞ্চ হয়নি শাওমি রেডমি নোট ৫। তার আগেই ভারতের বাজারে ফোনটি লঞ্চ করতে ‌চলেছে শাওমি। ফলে আসল রেডমি নোট ৫ ভারতে লঞ্চ হবে, না কি অন্য কোনও ফোনকে ওই নামে লঞ্চ করা হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেক্ষেত্রে শাওমি রেডমি ৫ প্লাস-কে রেডমি নোট ৫ নাম দিয়ে লঞ্চ করতে পারে সংস্থাটি। ফ্লিপকার্টে প্রকাশিত টিজারের সঙ্গে রেডমি ৫ প্লাসের স্পেসিফিকেশনও হুবহু মিলে ‌যাচ্ছে।



এক নজরে Xiaomi Redmi 5 Plus-এর ফিচারস -


ডিসপ্লে - ৫.৯৯ ইঞ্চি Full HD+


অ্যাসপেক্ট রেশিও - ১৮:৯ (গোলাকার কোণ‌যুক্ত)


রেজলিউশন - ২১৬০x১০৮০ 


ক্যামেরা - ১২ মেগাপিক্সেল রিয়ার, f/2.2


ফ্রন্ট ক্যামেরা - ৫ মেগাপিক্সেল


চিপসেট - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ (২.৫ গিগাহা‌র্ৎজ)


দু'টি ভেরিয়্যান্টে মিলবে ফোনটি। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি মেমরি। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি মেমরি। সঙ্গে থাকবে ৪,০০০ মিলিঅ্যাম্পেয়ার আওয়ার ব্যাটারি। 


ডিসপ্লে বাদ দিলে ফোনটির বাকি সব কিছুই রেডমি নোট ৪-এর সঙ্গে হুবহু মিলে ‌যায়। সেক্ষেত্রে ফোনটি কতটা জনপ্রিয়তা পাবে তা নিয়ে তো প্রশ্ন রয়েই ‌যায়।