বাকি সব বাদ দিন, WhatsApp-এই এবার থেকে পাঠানো যাবে টাকা, মেটানো যাবে বিল
হোয়াটসঅ্যাপে লেনদেন করতে গেলে অবশ্যই থাকতে হবে UPI অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের UPI অপশন সিলেক্ট করলেই আপনি টাকা পাঠাতে চান না নিতে চান, তা জানতে চাইবে অ্যাপ। একই সঙ্গে কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার UPI অ্যাকাউন্ট লিংক করা রয়েছে তাও জানতে চাইবে হোয়াটসঅ্যাপ। তবে এখনো হোয়াটসঅ্যাপের লেনদেনের অপশনগুলি কার্যকরী করা হয়নি।
ওয়েব ডেস্ক: আধার নির্ভর লেনদেন ব্যবস্থা UPI-এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করল হোয়াটসঅ্যাপ। অ্যাপটির বেটা ভার্সনে মিলছে এই ফিচার। অ্যাটাচমেন্ট অপশনের ভিতরে রয়েছে ফিচারটি।
গিজমো টাইম নামে একটি ওয়েবসাইটের দাবি, ইতিমধ্যে UPI-এর ব্যবহার শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে সরাসরি লেনদেন করা যাবে যে কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সঙ্গে। মেটানো যাবে বিল। এর ফলে ফোনে হাজারটা অ্যাপ ইন্সটলের ঝক্কি থেকে বাঁচবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুন - iOS-র জন্য mAadhaar অ্যাপ নিয়ে আসছে UIDAI
হোয়াটসঅ্যাপে লেনদেন করতে গেলে অবশ্যই থাকতে হবে UPI অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের UPI অপশন সিলেক্ট করলেই আপনি টাকা পাঠাতে চান না নিতে চান, তা জানতে চাইবে অ্যাপ। একই সঙ্গে কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার UPI অ্যাকাউন্ট লিংক করা রয়েছে তাও জানতে চাইবে হোয়াটসঅ্যাপ। তবে এখনো হোয়াটসঅ্যাপের লেনদেনের অপশনগুলি কার্যকরী করা হয়নি।
গত বছর জাতীয় লেনদেন নিগমের (NPCI) কাছে UPI লেনদেন অন্তর্ভুক্তির অনুমতি চেয়েছিল হোয়াটসঅ্যাপ। কয়েকদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপকে অনুমতি দেয় কেন্দ্রীয় সংস্থাটি। বলে রাখি, প্রতিযোগী সংস্থা গুগল UPI লেনদেন ব্যবস্থানির্ভর অ্যাপ ইতিমধ্যে লঞ্চ করলেও এক্ষেত্রে পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ।