ওয়েব ডেস্ক: বুধবারই ভারতের বাজারে আরও একটি ফোন লঞ্চ করতে চলেছে চিনা ফোন নির্মাতা শাওমি। সাধারণের নাগালের মধ্যে এই স্মার্টফোনে থাকবে অত্যাধুনিক সব ফিচার। শাওমির তরফে জানানো হয়েছে, রেডমি ৫ (Redmi 5) লঞ্চ করতে চলেছে তারা। শুধুমাত্র আমাজন ডট ইন-এ মিলবে এই ফোনটি। এছাড়া Mi.com থেকেও কেনা যাবে এই ফোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার দুপুর ৩টেয় লঞ্চ হবে রেডমি ৫ ও রেডমি ৫ প্লাস। গত বছরই চিনের বাজারে লঞ্চ হয়েছে ফোন দু'টি। ফোনদুটিতে থাকবে অ্যান্ডরয়েড ৭ নির্ভর মিউই ৯ ইউজার ইন্টারফেস। 


রেডমি ৫ এ রয়েছে ৫.৭ ইঞ্চি ৭২০x১৪৪০ পিক্সেল রেজ্যুলিউশন স্ত্রিন। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। সঙ্গে ২ জিবি, ৩ জিবি ও ৪ জিবি RAM-এর ভেরিয়্যান্ট। ১৬ ও ৩২ জিবি স্টোরেজ অপশনে মিলছে ফোনদুটি। এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে ফোনের মেমরি।


আরও পড়ুন - দশম পাশ করেনি, অ্যামাজনকে প্রতারণা করে ১.৩ কোটি টাকা হাতালো যুবক


ফোনদুটিতে রয়েছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩৩০০ mAh ব্যাটারি মিলছে এই ফোনে। 


৮,০০০ টাকায় মিলতে পারে শাওমি রেডমি ৫।