স্মার্টফোনের দামে ইলেকট্রিক স্কুটার! এক চার্জে ছুটবে ৩০ কিলোমিটার
সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটবে এই ইলেকট্রিক স্কুটার! গন্তব্যে পৌঁছে ভাঁজ করে ব্যাগেও ভরে নিতে পারবেন...
নিজস্ব প্রতিবেদন: দু’ চাকা হোক বা চার চাকা, ইলেকট্রিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে বিশ্বের সর্বত্র। ভবিষ্যতের কথা মাথায় রেখে তাই সস্তায়, পোর্টেবল ইলেকট্রিক স্কুটার নিয়ে এল Xiaomi। বর্তমানে একটা মিডরেঞ্জ স্মার্টফোনের দামেই কেনা যাবে এই ইলেকট্রিক স্কুটারটি। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Xiaomi Mijia Scooter 1S। আসুন এটির কয়েকটি অবিশ্বাস্য ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক...
Xiaomi Mijia Scooter 1S-এর ফিচার আর দাম:
১) Mijia Scooter 1S-এ রয়েছে একটি ডিসি মোটর। সংস্থার দাবি, ৩,০০০ ঘণ্টা চলবে এই মোটর।
২) ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে টানা ৩০ কিলোমিটার ছুটতে পারবে এই ইলেকট্রিক স্কুটারটি।
৩) সংস্থার দাবি, Mijia Scooter 1S সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে পারবে।
৪) এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ডিস্ক ব্রেক আর এবিএস।
৫) Mijia Scooter 1S-এ রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে স্কুটারের গতি আর ব্যাটারি ছাড়াও বিভিন্ন তথ্য দেখে নেওয়া যাবে।
আরও পড়ুন: WhatsApp-এর সঙ্গে হাত মিলিয়ে ই-কমার্স ব্যবসা সম্প্রসারণের পথে Jio!
৬) এই স্কুটার তৈরি হয়েছে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করে। ফলে এটি যেমন হালকা, তেমনই মজবুত। গন্তব্যে পৌঁছে ভাঁজ করে ব্যাগেও ভরে নিতে পারবেন এটিকে। এই ইলেকট্রিক স্কুটারের ওজন ১২.৫ কিলোগ্রাম।
৭) মোট তিনটি মোডে চলবে Mijia Scooter 1S, এনার্জি সেভিং, নর্মাল আর স্পোর্টস মোড।
৮) চিনে Mijia Scooter 1S-এর দাম ১,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূদ্রায় প্রায় ২১,৭০০ টাকা)। চিনের বাইরে অন্য কোনও দেশে এটির লঞ্চের বিষয়ে এখনও কিছু জানায়নি Xiaomi।