নিজস্ব প্রতিবেদন: গতবছর নভেম্বরে পুরনো স্মার্টফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফারে নতুন ফোন পাওয়ার দারুণ পরিষেবা ঘোষণা করে জিওমি। সেই পরিষেবাই আবার নতুন করে শুরু করেছে সংস্থা। এই অফারে আপনার কাছে থাকা পুরনো স্মার্টফোনের পরিবর্তে পেয়ে যাবেন ঝকঝকে নতুন জিওমির স্মার্টফোন। কীভাবে এই অফার পাবেন? জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ক্লাস টেনও পাশ করেনি, অ্যামাজনকে প্রতারণা করে ১.৩ কোটি টাকা হাতালো যুবক


জিওমির এই এক্সচেঞ্জ অফার পাওয়ার জন্য প্রথমে লিঙ্কে ক্লিক করুন। এরপর সেখান থেকে যে স্মার্টফোন আপনি এক্সচেঞ্জ করতে চান, তা বেছে নিন। এবার স্টেপ বাই স্টেপ এগোতে থাকুন ওয়েবসাইটের নির্দেশ মেনে।


কেমন স্মার্টফোন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন? জিওমির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আপনার পুরনো স্মার্টফোনের অবস্থা ভালো হয়, যদি ফোনটিতে কোনও ড্যামেজ না থাকে, তাহলে তা এক্সচেঞ্জ করা যেতে পারে। এক্সচেঞ্জ করার আগে আপনার পুরনো স্মার্টফোনে থাকা সমস্ত স্ক্রিন লক আনলক করে দিতে হবে।


আরও পড়ুন : মেসেজ ডিলিট করার ফিচারে ফের বদল আনলো হোয়াটসঅ্যাপ