ওয়েব ডেস্ক : বাড়িতে পড়ে রয়েছে পুরনো স্মার্টফোন, কম্পিউটার, টিভি সেট। কোনও ব্যবহার নেই। স্টোররুমে ডাঁই করে রাখা e-ওয়েস্ট। কিন্তু জানেন কি, এইসব পুরনো স্মার্টফোন, কম্পিউটার থেকে কত 'টন সোনা' আপনি পেতে পারেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইলেকট্রনিক ডিভাইসের সার্কিট বোর্ড তৈরি হওয়ার সময় সোনার দরকার পড়ে। পরবর্তীকালে রাসায়নিক পদ্ধতিতে e-ওয়েস্ট থেকে আবার সেই সোনা পুনরুদ্ধারও করা যায়। কীরকম? খুব সহজ...


১) কোনওরকম টক্সিক রাসায়নিক ব্যবহার না করেই এটা সম্ভব।


২) প্রথমে মৃদু অ্যসিডের মধ্যে ডিভাইসের সার্কিট বোর্ডটি রাখুন।


৩) অ্যাসিডে সম্পূর্ণ ধাতব অংশ গলে যাবে।


৪) এরপর একটি নির্দিষ্ট তৈলাক্ত তরল তাতে যোগ করুন।


৫) সেটাই সব যৌগের মিশ্রণ থেকে আলাদা করে দেবে সোনাকে।