ওয়েব ডেস্ক : কদিন ধরে ফেসবুকটা খুললেই বিরক্ত লাগছে? ক্রমাগত একটি প্রোফাইল থেকে আপডেটস আসছে। পাশাপাশি বেশ কয়েকটি পেজও এমন হয়েছে যে, তাদের আপডেটসেই ভর্তি ফেসবুক। এবার তাদের 'ঘুম পাড়িয়ে' দিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেসবুকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে একটি নতুন ফিচার্স। যেখানে আপনি 'স্নুজ' করে রাখতে পারবেন কোনও প্রোফাইল বা পেজকে। ২৪ ঘণ্টা, এক সপ্তাহ বা এক মাসের জন্য আপনি ওই প্রোফাইল বা পেজটিকে 'মিউট' বা 'ঘুম পাড়িয়ে' দিতে পারবেন । এরফলে ওই প্রোফাইল বা পেজটি থেকে কোনও আপডেটস আর আপনার নিউজ ফিডে আসবে না।


কোথায় পাবেন 'স্নুজ' অপশনটি?
কোনও প্রোফাইল বা পেজের নামের ডানদিকে আনুভূমিক তিনটি ডট (...) থাকে। এই ডটের উপর ক্লিক করলেই একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেখানে আপনি নির্দিষ্ট অপশনটি পেয়ে যাবেন।



আরও পড়ুন, ট্রেনে খাবারে সন্তুষ্ট নন? সঙ্গে সঙ্গে অভিযোগ জানান ট্যাবলেটে