ওয়েব ডেস্ক : প্রতিদিন ফেসবুকে নতুন নতুন ছবি আপডেট? ফেসবুক এবার ডিলিট করে দিতে পারে আপনার সব ছবি। পুরনো, নতুন সব ছবি ডিলিট হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। কেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেসেঞ্জারের পর মোমেন্ট অ্যাপ নামে আরও একটি অ্যাপটি ডাউনলোড করার জন্য জোরাজুরি শুরু করেছে ফেসবুক। ২০১৫-তে লঞ্চ হয় অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে আপনি সরাসরি ফোটো শেয়ার করতে পারবেন। টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, ৭ জুলাই-এর মধ্যে এই অ্যাপটি ডাউনলোড করে না নিলে বিপদ। কারণ ফেসবুক ডিলিট করে দেবে আপনার সব সিনক্ড ফোটোস।  ইতিমধ্যেই ফেসবুকের প্রায় সব ইউজারদের কাছে পৌঁছে গেছে নোটিফিকেশন।


২০১২-তে ফেসবুক অপশনাল ফোটো শেয়ারিং ফিচার আনে। যার মাধ্যমে আপনার মোবাইলে তোলা সব ফোটো নিজে থেকেই ফেসবুকে শেয়ার হয়ে যায়। ২০১৫-তে আসে মোমেন্ট অ্যাপ। যার মাধ্যমে আরও ব্যক্তিগতভাবে পাঠানো যাবে ছবি। স্ক্যান করা যাবে ফোটো।