নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে প্রবল আর্থিক ধাক্কা সামলে সোমবার সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে, করছাড়, রেলকে ঢেলে সাজানো সহ একাধিক বিষয়ে কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে সরকার। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন মহলে। তবে Zee মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে সীতারামনের সাফ বক্তব্য, এই বাজেটে দেশের আর্থিক বৃদ্ধির উপরেই জোর দিয়েছে সরকার। এতে কত ক্ষতি হবে তা নিয়ে এখনই ভাবার প্রয়োজন নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট', তীব্র আক্রমণ মমতার


অর্থমন্ত্রীর(Nirmala Sitharaman) দাবি, সরকার খরচ বাড়িয়েছে। এতে কর্মসংস্থান বাড়বে। চাহিদা বাড়লে SME গুলি ঘুরে দাঁড়াবে। স্বাস্থ্য ও কৃষি খাতে সরকার খরচ বাড়িয়েছে। এতে কাজের বাজার খুলবে। টেক্সটাইল সেক্টরে মেগা টেক্সটাইল পার্ক কাজের বাজারের মন্দা কাটাবে। 



এবারে বাজেটে বিমা সহ কয়েকটি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ(FDI) বাড়ছে। এতে গেল গেল রব উঠেছে বিরোধী শিবিরে। নির্মলা সীতারমন এনিয়ে বলেন, ভারতের উপরে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। তাদের কাছে থেকে বহু ভালো প্রস্তাব পাচ্ছি। খুচরো বাজারে বিদেশি বিনিয়োগকারীরাও ভালো ফল পেতে শুরু করেছে। সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।


আরও পড়ুন- Budget 2021: বাংলা-সহ ৪টি রাজ্যে ভোটের লক্ষ্যে আলাদা করে কোটি কোটি টাকা বরাদ্দ?  


সোমবার তাঁর বাজেটে বক্তৃতায় পরিকাঠামো,স্বাস্থ্য খাতে বরাদ্দ এক লাফে অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। করোনার ধাক্কা সামলে এই ধরনের পদক্ষেপকে অনেকটাই সাহসী বলে প্রশংসা করা হয়েছে বিভিন্ন মহল থেকে। কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ণের লক্ষ্যে মদ, বিভিন্ন রাসায়নিক, রুপো, তুলো সহ একাধিক পণ্য আমদানির উপরে কৃষি সেস বসানো হয়েছে। ওই টাকায় কৃষি ক্ষেত্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে সরকার।