নিজস্ব প্রতিবেদন: গ্রামীণ মানুষের কষ্ট লাঘব করতে মোদী সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা প্রকল্প। বিনা খরচে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে দেশের গরিব মানুষদের একাংশকে ধোঁয়া, দূষণ থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাজেটে সেই প্রকল্পের পরিধি আরও বাড়াল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নির্মলার Budget 2021-এ বাংলার জন্য বরাদ্দে জোর, কী কী পেল রাজ্য?


নির্মলা সীতারামন(Nirmala Sitharaman) এবারের বাজেটে দেশের আরও ১ কোটি ঘরে উজ্জ্বলা যোজনায় রান্নায় গ্যাস(LPG) সরবারহ করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এনিয়ে তৃতীয়বার বাজেট পেশ করলেন সীতারামন। এবার পাইপ লাইনে গ্যাস সরবারহ করার প্রকল্পও আরও বাড়ানোর কথাও ঘোষণা করলেন অর্থমন্ত্রী।


সোমবার ২০২১-২২ আর্থিক বছরের বাজেট পেশ করতে গিয়ে সীতারামন বলেন, করোনায় দেশজুড়ে লকডাউনের(Lockdown) সময়েও দেশে জ্বালানী সরবারহ ধাক্কা খায়নি। এবার যানবাহনের জন্য বিভিন্ন শহরে CNG সরবারহ আরও বাড়ানো হবে। পাশাপাশি দেশের  আরও ১০০ জেলায় পাইপ লাইনে রান্নার গ্যাস সরবারহ করা হবে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর।


আরও পড়ুন-জল্পনা সত্যি করে আগামিকালই BJP-তে বিধায়ক Dipak Halder


উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে কেন্দ্র চালু করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা(Pradhan Mantri Ujjwala Yojana)। ওই প্রকল্পের পরিধি বাড়িয়ে আরও মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করল সরকার। 


এদিন অর্থমন্ত্রী বলেন, ওয়ান নেশন, ওয়ান রেশন প্রকল্পের আওতায় ৬৯ কোটি মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি, কেন্দ্র এমএসপিতে গম কেনায় ৪৩.৩৬ লাখ গম চাষী উপকৃত হয়েছেন।