ওয়েব ডেস্ক: আজ প্রথমবার সংসদে সাধারণ বাজেটের মধ্যে পেশ হবে রেল বাজেট। অথচ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ ই আহমেদের প্রয়ানে, সেটা আদৌ সম্ভব হবে কী না, উঠছে প্রশ্ন। কারণ সাধারণ ভাবে কোনও সাংসদের মৃত্যু হলে, পরের দিন শোক প্রস্তাব পাঠের পর মুলতুবি হয়ে যায় অধিবেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ই আহমেদ ছিলেন কেরালার মালাপ্পুরাম থেকে নির্বাচিত লোকসভার সদস্য। ফলে তাঁর চলে যাওয়ায় আজ শুরুতেই মুলতুবি হয়ে যাবে অধিবেশন? না কী বাজেট পেশের পরই লোকসভা মুলতুবি হবে? সবটাই নির্ভর করছে স্পিকার সুমিত্রা মহাজনের উপর।


আরও পড়ুন- কোন ভারতীয় অর্থমন্ত্রী সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন?


সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার এবং লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেই তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি আরও একটা সম্ভাবনা উঠে আসছে। ই আহমেদ যেহেতু রাজ্যসভার সদস্য ছিলেন না, ফলে সংসদের উচ্চ কক্ষের কাজকর্ম সচল রাখতে বাধা নেই। সেক্ষেত্রে আজ হয়ত রাজ্যসভাতেই জোড়া বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।


আরও জানুন- 'বাজেট' শব্দটির আসল মানে কী?