‘তিন বছরের মধ্যে দেশ থেকে মুছে যাবে নকশালরা’
তিন বছরের মধ্যে দেশ থেকে নকশালরা মুছে যাবে। লখনউয়ে RAF এর অনুষ্ঠানে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। নকশালদের ওপরে হামলা করতে হবে দ্রুত তবে তা কখনওই তা বেপরোয়া হবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।