দীপাবলিতেই এই দেশে পূজিত হয় কুকুর, উত্সবের নাম `কক্কুর তিহার`
নেপালে দীপাবলির সঙ্গেই উদযাপিত হয় 'কুক্কুর তিহার'। মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু কুকুরের পুজো করা হয় এই উত্সবে। তাদের খেতে দেওয়া হয়। পরের দিন অর্থাত্ কক্কুর তিহারের পরের দিন হয় 'গাই তিহার', অর্থাত্ পুজো করা হয় গরুকে।