দীপিকা যেন `রাজরানি`, দীপবীর-এর মেহেন্দির অদেখা কিছু ছবি প্রকাশ্যে
কোঙ্কনি ও সিন্ধি, দুই রীতিতে রণবীর-দীপিকার বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে আগেই। যেখানে নব-দম্পতি দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। তবে এবার 'মেহেন্দি' অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনলেন দীপবীর। যা দেখে চোখ ফেরাতে পারবেন না।