ধোনির আগে মাঠে মাথা ঠাণ্ডা রাখার `ওষুধ` খেয়ে নামতেন যাঁরা
ক্যাপ্টেন কুল। এই নামেই তাঁর ব্যপ্তি। বিপক্ষের স্লেজিং হোক বা টেনশন-এর মুহূর্ত। নির্লিপ্ত মুখ নিয়ে সব পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখতে পারেন। দেখে মনে হবে, জীবনের সব থেকে কঠিন দিনেও মহেন্দ্র সিং ধোনি 'কুল' থাকতে পারেন।