মহিলার কোল থেকে রেললাইনে পড়ে গেল এক বছরের শিশু, ছুটল ট্রেন...তারপর?
একেই বলে দৈবক্রম! যাকে আশ্চর্যজনক বললেও কম বলা হবে। যারা এই ঘটনা নিজ চোখে দেখেছে, তারা বারবার চোখ কচলে কচলে দেখছেন, তবুও বিশ্বাস করতে পারছেন না। যা দেখছি তা সত্যি তো? হ্যাঁ, এএনআইয়ের ভিডিও দেখার পর আপনিও তাই বলবেন।