মুখে অশ্রাব্য ভাষা, চাকরি খাওয়ার হুমকি! থানায় ঢুকে দাদাগিরি মহকুমাশাসকের
থানায় ঢুকে দাদাগিরি সরকারি অফিসারের। দাদাগিরির সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের।শুক্রবার আচমকাই রামপুরহাট থানায় যান রামপুরহাট মহকুমা শাসক শ্রুতিরঞ্জন মোহান্তি। অভিযোগ, থানার ঢুকেই কর্তব্যরত অফিসারের অশ্রাব্য ভাষায় হুমকি দিতে শুরু করেন তিনি।