মোদীর পথেই ইমরান, পাকিস্তানেও শুরু স্বচ্ছতা মিশন
ভারতের দেখানো রাস্তায় হাঁটছে পাকিস্তান। সোমবার পকিস্তানে অনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘ক্লিন অ্যান্ড গ্রিন পাকিস্তান’ মিশন। দেশের ৪ প্রদেশ, পাক অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তানে শুরু হচ্ছে এই স্বচ্ছতা অভিযান।