রাজ্যে ঢুকে পড়েছে ৬ জইশ জঙ্গি! পঞ্জাবে জারি হাই অ্যালার্ট
জঙ্গি আতঙ্কে পঞ্জাব। রাজ্যের গোয়েন্দাদের আশঙ্কা, রাজ্যে ঢুকে পড়েছে কমপক্ষে ৬ জঙ্গি। এরা পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এর সদস্য। ওইসব জঙ্গি দিল্লির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দাদের অনুমান ওইসব জঙ্গি পঞ্জাবের সীমান্তবর্তি ফিরোজপুর দিয়ে ভারতে ঢুকেছে। এরজন্য পঞ্জাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।