শারীরিক অবস্থার আরও অবনতি লালুর
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। জানিয়েছেন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের চিকত্সকরা। পশুখাদ্য দুর্নীতিতে দোষী সাব্যস্ত লালু বর্তমানে রয়েছে রাঁচির বিরষামুণ্ডা জেলে। তবে চিকত্সার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে রিমস-এ।