কোন্নগরের রাস্তায় দেখা মিলল বাঘরোলের
কোন্নগরের রাস্তায় দেখা মিলল বাঘরোলের। মানুষের কোনও ক্ষতি করে না বলেই মত বিশেষজ্ঞদের। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল। অথচ তারই খোঁজে কার্যত লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়েছেন স্থানীয়রা। সাম্প্রতিককালে বিভিন্ন স্থানে নিরীহ ও মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা বাঘরোলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয়দের বিরত করতে ও সচেতনতা বাড়াতে বন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।