অফবিট ২৪: বাসন মাজার সাবানে সাবধান
বাড়িতে নিয়মিত বাসন মাজলে হাত, নখ খারাপ হয় নিশ্চয় লক্ষ্য করেছেন। কিন্তু কেন হয় এমন? আসলে এই বাসন মাজার সাবানেই থাকে প্রচুর ক্ষতিকর রাসায়নিক। আর এই রাসায়নিকগুলি যে শুধু ত্বকের বাহ্যিক ক্ষতি করে, তাই নয়, শরীরের গভীরেও বড়সড় ক্ষতি করে। অথচ দৈনন্দিন কাজের মাঝে হয়তো কিছুটা অবহেলাই করা হয় এই বিষয়টিকে। তাহলে উপায় কী? দেখুন কী বলছেন বিশেষজ্ঞরা।