সিদ্ধিদাতা

গজাননের কৃপা

সব পুজোর শুরুতে গণেশের পুজো বিধি। তিনি বিঘ্নবিনাশক। গজাননের পুজো করলে নানা সংকট দূর হয়, সুখসমৃদ্ধি বৃদ্ধি পায়। আজ, গণেশ চতুর্থীর সন্ধ্যায় জেনে নিন, ছোটখাটো কী কী মেনে চললে আপনি সারা বছরই গণেশের কৃপা পেতে পারেন।

অশুভে না

বাড়িতে গণেশমূর্তি স্থাপন করলে তাঁর কৃপায় ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।

পূর্বে বা উত্তরে

গণেশের আসন হতে হবে পূর্বে বা উত্তর দিকে। তবেই তাঁর আশীর্বাদ ঠিক-ঠিক মিলবে।

চৌকিতে

ছোট চৌকিতে কিছু শস্য ছড়িয়ে তার উপর লাল কাপড় পেতে গণেশমূর্তি স্থাপন করতে হবে।

সিঁদুরে মাখা সুপুরি

মূর্তি স্থাপনের পর গজাননমূর্তির দুই পাশে একটি করে সুপুরি রাখতে হবে। পারলে তাতে কমলা রঙের সিঁদুর মাখিয়ে রাখুন।

নিত্য নৈবেদ্য

নিয়মিত নৈবেদ্য দিন। এই নৈবেদ্যে ঘি এবং গুড় রাখতে পারলে ভাল। আর গণেশকে মোদক বা হলুদ রঙের মিষ্টি অর্পণ করতে পারলে তো দারুণ ভালো।

এক গুচ্ছ দূর্বা

পুজোর সময় গণেশের মূর্তির বাঁদিকে এক গুচ্ছ দূর্বা রাখুন।

১০৮ বার গণেশমন্ত্র

সারা বছরই ভক্তিভরে গণেশপুজো করুন, তবে গণেশপুজোর দিনে ১০৮ বার গণেশমন্ত্র পাঠ করুন।

নিত্য আশীর্বাদ

এই ভাবে যদি সারা বছরই সিদ্ধিদাতা বিঘ্নবিনাশক গজাননের পুজো করে যেতে পারেন, তবে গণেশ চতুর্থীর জন্য অপেক্ষায় থাকতে হবে না। আপনি সদাই তাঁর কৃপা পাবেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

VIEW ALL

Read Next Story