এমনকিছু খাবার আমরা খাই যা অত্যন্ত দুর্গন্ধযুক্ত কিন্তু খেতে খুব ভালো। ওই গন্ধ গিলেই আমরা তা খাই। এবং তা অত্যন্ত জনপ্রিয়ও।
দক্ষিণপূর্ব এসিয়ায় অত্যন্ত জনপ্রিয় ডারিয়ান। অত্যন্তু দুর্গন্ধযুক্ত এই ফল খুবই পুষ্টিদায়ক।
নাটো বা পচা সয়াবিন জাপানে অত্যন্ত জনপ্রিয়। মোজায় যেমন গন্ধ হয় এর গন্ধ তেমনি। অথচ আদর খরে খান জাপানিরা।
সুইডেনে অত্যন্ত জনপ্রিয় পচা, ক্যানে ভরা হেরিং মাছ। গন্ধ সত্বেও এটা খেতে পছন্দ করেন সুইডিসরা।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই ফল অত্যন্ত জনপ্রিয়। খেতে অত্যন্ত দুর্গন্ধুক্ত। কিন্তু অত্যন্ত পুষ্টিকর।
হংকং, তাইওয়ান, চিন পাওয়া যায় দই। এর সঙ্গে থাকে সবজি ও মাংস। অত্য়ন্ত দুর্গন্ধযুক্ত কিন্তু পুষ্টিকর।
এমন নাম শুনলেই চমকে উঠবে। কিন্তু এটি খুবই জনপ্রিয়। এইরকম ডিমের গন্ধ অ্যামোনিয়ার মতো।
আইসল্যান্ডের একটি জনপ্রিয় খাবার হল হাকারাল। সার্কের মাংস থেকে তৈরি হয় হাকারাল। এটির গন্ধ মূত্রের মতো।
এটি বিটার বিন নামেও পরিচিত। গন্ধ হলেও খুবই পুষ্টিদায়ক ও সুস্বাদু।