দুর্গন্ধ

এমনকিছু খাবার আমরা খাই যা অত্যন্ত দুর্গন্ধযুক্ত কিন্তু খেতে খুব ভালো। ওই গন্ধ গিলেই আমরা তা খাই। এবং তা অত্যন্ত জনপ্রিয়ও।

Sekender Abu Zafar
May 24,2024

ডারিয়ান

দক্ষিণপূর্ব এসিয়ায় অত্যন্ত জনপ্রিয় ডারিয়ান। অত্যন্তু দুর্গন্ধযুক্ত এই ফল খুবই পুষ্টিদায়ক।

নাটো

নাটো বা পচা সয়াবিন জাপানে অত্যন্ত জনপ্রিয়। মোজায় যেমন গন্ধ হয় এর গন্ধ তেমনি। অথচ আদর খরে খান জাপানিরা।

পচা হেরিং

সুইডেনে অত্যন্ত জনপ্রিয় পচা, ক্যানে ভরা হেরিং মাছ। গন্ধ সত্বেও এটা খেতে পছন্দ করেন সুইডিসরা।

লোকাস্ট ফ্রুট

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই ফল অত্যন্ত জনপ্রিয়। খেতে অত্যন্ত দুর্গন্ধুক্ত। কিন্তু অত্যন্ত পুষ্টিকর।

টোফু

হংকং, তাইওয়ান, চিন পাওয়া যায় দই। এর সঙ্গে থাকে সবজি ও মাংস। অত্য়ন্ত দুর্গন্ধযুক্ত কিন্তু পুষ্টিকর।

হর্স ইউনিরন এগ

এমন নাম শুনলেই চমকে উঠবে। কিন্তু এটি খুবই জনপ্রিয়। এইরকম ডিমের গন্ধ অ্যামোনিয়ার মতো।

হাকারাল

আইসল্যান্ডের একটি জনপ্রিয় খাবার হল হাকারাল। সার্কের মাংস থেকে তৈরি হয় হাকারাল। এটির গন্ধ মূত্রের মতো।

স্টিঙ্ক বিন

এটি বিটার বিন নামেও পরিচিত। গন্ধ হলেও খুবই পুষ্টিদায়ক ও সুস্বাদু।

VIEW ALL

Read Next Story