নিজস্ব প্রতিবেদন: হায়দরাবাদ হাউসে শুরু ভারত-আমেরিকার টু প্লাস টু বৈঠক। দু'দেশের রণকৌশলগত বোঝাপড়া মজবুত করাই কার্যত এই বৈঠকের টার্গেট। প্রতিরক্ষা সংক্রান্ত দুটি চুক্তিতে সই হবে এখানে। নজরে ‘বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট’চুক্তি। এর ফলে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে আঞ্চলিক তথ্য আদানপ্রদান আরও বাড়বে। আমেরিকার নজরদার স্যাটেলাইটগুলির মাধ্যমে রিয়েল টাইমে গোয়েন্দা তথ্য হাতে পাবে ভারত। আর এতেই ষোলোআনা চাপে পড়বে বেজিং। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শিশুর রক্তে ভিজে উঠল পেশোয়ারের স্কুল!


গতকালই নয়াদিল্লি পৌঁছে গিয়েছেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো ও প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে মুখোমুখি কথা দুজনের। কথা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও। আর ঠিক এক সপ্তাহ বাদেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ভারতের সঙ্গে আমেরিকার আলোচনার টেবিলে বসা বিশেষ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।