নিজস্ব প্রতিবেদন- এক-দুবার নয়, ১৩০ বার বিমান হানা। সিরিয়ায় (Syria) একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হল। এখনও পর্যন্ত ১২ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। Syrian Observatory for Human Rights জানিয়েছে, ISIS-এর একাধিক ঘাঁটিতে রুশ  (Russia) বিমান হামলা চালিয়েছে। আইএসআইএস-এর জঙ্গিরা সিরিয়া সেনার একাধিক ঘাঁটি দখলে রেখেছিল। সেইসব ঘাঁটিগুলিকে জঙ্গিমুক্ত করতেই এই বিমান হানা বলে মনে করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বিমান হানার পর থেকেই সেনা ঘাঁটিগুলি ছেড়ে পালাতে শুরু করে আইসিস জঙ্গিরা। Syrian Observatory for Human Rights-এর তরফে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ১৩০ বার বিমান হানা হয়েছে। সিরিয়ার সেনাও একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। সিরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯ জন সেনা জওয়ানের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।


আরও পড়ুন-  'ওয়ার্ল্ডস রিচেস্ট পার্সন' ইলন মাস্ক, ২০৫০ সালের মধ্যে মঙ্গলে তৈরি করবেন শহর


সিরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সেনার উপর হামলা করেছিল আইসিস জঙ্গিরা। একের পর এক এলাকা দখল করেছিল তারা। তবে ধীরে ধীরে সেসব এলাকায় আবার সেনা নিজের কর্তৃত্ব কায়েম করতে পেরেছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে দখল হারানোর পর মরুভূমির দিকে সরে এসেছিল আইসিস-এর ফৌজ। তবে সেসব জায়গাগুলিও জঙ্গিমুক্ত করতে হামলা চালায় সিরিয়ার সেনা। এবার বিমান হানায় একাধিক জঙ্গি ঘাঁটি কার্যত ধূলিস্যাত্ হয়েছে।