জোরদার বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, প্রাণ গেল ১৩ জনের
সংবাদদাতা : ফের বিস্ফোরণ কাবুলে। মঙ্গলবার মাঝ রাতে বিস্ফোরণের জেরে মৃত্যু হয় কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন আরও বেশ কিছু। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্টে প্রকাশ, আফগানিস্তানের ওয়াজির আকবর খান জেলায় অস্ট্রেলিয়ার দূতাবাসের কাছে আচমকাই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত, কোনও জঙ্গি গোষ্ঠীই এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
আরও পড়ুন : বাক্সের মধ্যে ২টি মাথা, যুবকের ফ্ল্যাট থেকে উদ্ধার ৯টি মৃতদেহ
জানা যাচ্ছে, ১৪-১৫ বছরের এক কিশোরই কাবুলে ওই বিস্ফোরণের জন্য দায়ী। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী নাজিব দানিশ ওই তথ্য প্রকাশ করেছেন। তবে স্থানীয় প্রশাসনের এক আধিকারিক দাবি করেছেন, বিস্ফোরণের জন্য যে কিশোর দায়ী, তার বয়স ১২-র চেয়েও কম। তবে অস্ট্রেলিয়ার দূতাবাসের কাছে ওই বিস্ফোরণ হলেও আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর অফিসে হামলাই মূল লক্ষ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত ২১ অক্টোবর আরও একটি বিস্ফোরণ হয় কাবুলের কামবার স্কয়ারে। ওই দিনের বিস্ফোরণে প্রাণ হারান কমপক্ষে ১৫ জন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের কেঁপে উঠল কাবুল।