ওয়েব ডেস্ক: সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পক্ষে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৪৫ জন। হিউতি সংগঠনের ধর্মীয় নেতা এই বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন শুক্রবার ইয়েমেনের রাজধানী সানা শহরে পরপর দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের বাদ্র মসজিদে শুক্রবার দুপুরে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।  আল-মাশিরা টেলিভিশন চ্যানেলে প্রথম ঘটনাটির সম্প্রচার করা হয়। যদিও এখনও পর্যন্ত আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে মনে করা হচ্ছে 'হাউথিস' নামের শক্তিশালী জাহাদিরাই রয়েছেন বোমা বিস্ফোরণের পেছনে। আল-কায়দার একটি শাখা হল এই  'হাউথিস'।


ইমেনের ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায়  উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে ছবি পোস্ট করেছে জেহাদি সংগঠন ইসলামিক স্টেট।