জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে ফের আক্রান্ত হিন্দু পড়ুয়ারা। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫ জন ছাত্র এই ঘটনায় আহত হয়েছেন। সোমবার পঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোলি উদযাপন করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। একটি কট্টরপন্থী ইসলামী ছাত্র সংগঠনের সদস্যরা তাদের বাধা দেওয়ার পরে সংঘর্ষের সময় এই ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে। প্রায় ৩০ জন হিন্দু ছাত্র হোলি উদযাপন করতে জড়ো হয়েছিল সেখানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও একজন প্রত্যক্ষদর্শী কাশিফ ব্রোহী বলেন, ‘শিক্ষার্থীরা ‘ল’ কলেজের ক্যাম্পাসে জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামী জমিয়ত তুলবা (IJT) এর কর্মীরা জোর করে তাদের হোলি উদযাপনে বাধা দেয়। এর ফলে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ১৫ জন হিন্দু ছাত্র আহত হয়েছে’। ব্রোহি দাবি করেছেন যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন।


'এফআইআর এখনও নথিভুক্ত হয়নি'


এই সময় ক্ষেত কুমারের হাতে আঘাত লাগে। তিনি বলেন যে আইজেটি সদস্যদের জোর করে হোলি উদযাপন করতে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে তিনি উপাচার্যের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা তাকে মারধর করে।


আরও পড়ুন: Afghanistan | Taliban: ফিরতে হবে অত্যাচারী স্বামীর কাছেই! বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ তালিবানের আপন দেশে...


কুমার বলেছেন, ‘আমরা আইজেটি এবং আমাদের মারধর ও নির্যাতনের সঙ্গে জড়িত নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছি, তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি’।


আইজেটি (পঞ্জাব ইউনিভার্সিটি) এর মুখপাত্র ইব্রাহিম শহীদ এই ঘটনায় তাদের ছাত্রদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।


আরও পড়ুন: ২০৩০ সাল নাগাদ পৃথিবীর গভীর সমুদ্রে কী পরিবর্তন আসছে জানেন?


বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন উপাচার্য


পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র খুররম শাহজাদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন কলেজের বাগানে হোলি উদযাপনের অনুমতি দেয়নি। তিনি বলেন, ‘যদি অনুষ্ঠানটি ঘরের ভেতরে পালিত হত তাহলে কোনও সমস্যা হত না’।


শাহজাদ আরও বলেন, উপাচার্য বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)