নিজস্ব প্রতিবেদন: একটি ভিডিয়োয় দেখা গেল একটি দুতলা বাড়ি সমুদ্রে ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে আর্জেন্তিনায়। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্জেন্তিনার Buenos Aires-এর Mar del Tuyú রিসর্ট টাউনে ২৮ জুলাই নাগাদ ভিডিয়োটি তোলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাড়ির মালিক তখন বাড়িতে ছিলেন না, ফলে হতাহতের কোনও খবর নেই।


আরও পড়ুন: Stone Age: মাটির নীচে ১৩ লক্ষ বছরের পুরনো অস্ত্র-কারখানা!


দক্ষিণ অতলান্তিক সমুদ্র জলের ক্রমাগত ধাক্কায় উক্ত বাড়িটির ভিত আলগা হয়ে গিয়েছিল। দুর্বল বাড়িটি অবশেষে তাসের ঘরের মতো ভয়ানক ভাবে ভেঙে পড়ল। বাড়ির ভিতরে তখন কেউ ছিলেন না। সমুদ্র জলের আঘাতে ভেঙে-পড়তে-থাকা বাড়িটির ছবি তোলেন ওই অঞ্চলেরই এক প্রতিবেশী।


পড়ে যাওয়ার আগে বাড়টি সমুদ্রের দিকে হেলে গিয়েছিল। আর এত ভিতেও ফাটল ধরেছিল বলে জানা গিয়েছে। বাড়িটি এর গারাজ অংশ থেকে আলাদা হয়ে গিয়েছিল। দুভাগ হয়ে যাওয়া বাড়িটি অবশেষ সমুদ্রের ফুঁসতে থাকা ঢেউয়ের উপরই ভেঙে পড়ে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Unesco World Heritage: বিশ্বঐতিহ্যে সামিল হরপ্পা-শহর ধোলাভিরা, রামাপ্পা