নিজস্ব প্রতিবেদন: অর্থনীতিতে  ২০১৮ সালে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার।  সোমবার স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মোদীর পথেই ইমরান, পাকিস্তানেও শুরু স্বচ্ছতা মিশন


নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে এক করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে উইলিয়াম ডি. নরডাসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।   অন্যদিকে,   প্রযুক্তিগত উদ্ভাবনকে দীর্ঘ মেয়াদে ম্যাক্রো ইকোনমিকসের সঙ্গে  সংযুক্ত করায়  পল এম রোমারকে এই পুরস্কার দেওয়া হয়েছে।


উইলিয়াম ডি নরডাস যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক।  পল এম রোমার চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আরও পড়ুন: পাকিস্তানের হাতে ব্রহ্মসের গুরুত্বপূর্ণ তথ্য! জালে পাক গুপ্তচর


১ অক্টোবর থেকে এবারের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।