ওয়েব ডেস্ক: গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চূড়ান্ত গতিতে এগোচ্ছে। প্রায় সাড়ে ৩০০  জনের প্রথম দলটিকে নিয়ে  নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা গতকাল রাতে ইয়েমেন থেকে রওনা হয়েছে। জিবুতি বন্দরে পৌছনোর পর সেখান থেকে বিমানে তাদের ভারতে আনা হবে। ভারতীয়দের ফেরানো নিয়ে সোমবার সৌদির রাজা সলমন বিল আবদুল আজিজ আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে সবরকম সাহায্যের আশ্বাসও দেন সৌদি রাজা। এদিকে, শিয়া-সুন্নি সংঘর্ষে ইয়েমেনের  অভ্যন্তরীণ পরিস্থিতির অবনতি হয়েছে। সোমবার এডেন শহরে হামলা চালায় শিয়া হুথি জঙ্গিরা। তাদের রুখতে পাল্টা বিমানহানা চালায় সৌদি আরব। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সৌদি আরবের তরফে জানানো হয়েছে।