ওয়েব ডেস্ক: মর্মান্তিক ঘটনা। আফগানিস্তানে বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হারালেন ৩৬ জন। মৃতদের মধ্যে রয়েছে বেশি কিছু শিশুও। এই প্রসঙ্গে জানা গিয়েছে, আফগানিস্তানের শের-ই-সাফা জেলায় যাত্রী ভর্তি একটি বাসের সঙ্গে একটি ফুয়েল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। ঘটনায় বাস এবং ট্যাঙ্কার উভয়কেই দায়ী করা হচ্ছে। দুই গাড়ির চালকের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৩৬ জনের। আহত হয়েছেন বহু। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্‌সার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়।


প্রসঙ্গত, কিছুদিন আগেই মে মাসে এমনই বাস এবং ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৫২ জন।