WATCH | Deadly Helicopter Accident: ভয়ংকর! কুয়াশার জেরে মহা বিপর্যয় মাঝ আকাশেই! মৃত্যু ৪...
Deadly Helicopter Accident: এরপরই সেটি মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মীর। সূত্র অনুযায়ী, কপ্টারটি হাসপাতালেরই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের সময়, চারিদিক কুয়াশায় ঢাকা। আর সেই কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশেই ঘটে গেল মহা বিপর্যয়। রবিবার হাড়হিম করা ঘটনায় এক চিকিৎসক সহ ৪ জনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। কুয়াশার কারণে হেলিকপ্টার চালক দেখতে না পেয়ে ধাক্কা মারল হাসপাতালে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে তুরস্কের মুঘল প্রদেশে।
প্রদেশের ইদ্রিস আকবিয়িক তিনি জানিয়েছেন, টেক-অফের পর ধাক্কা হাসপাতালে ধাক্কা মারে হেলিকপ্টারটি।
এরপরই সেটি মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মীর। সূত্র অনুযায়ী, কপ্টারটি হাসপাতালেরই। ছাদে টেক-অফ করার মুহূর্তে ঘটে বিপত্তি।
কুয়াশার ঘনত্ব এতবেশি ছিল সেই কারণে পাইলটরা বুঝতে পারেননি। যতক্ষণে বোঝেন ততক্ষনে সব শেষ! একপ্রকার নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের উপরের দিকের কাচের দেওয়ালে ধাক্কা মারে। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। প্রসঙ্গত, কিছুদিন আগেও দুটি হেলিকপ্টারের সংঘর্ষে বহু জওয়ান নিহত হয়েছিলেন।