ওয়েব ডেস্ক : গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল আগেই। সেইমত তল্লাশি চালানো হয় বিখ্যাত ওই মন্দিরটিতে। তারপর ওই মন্দিরের ফ্রিজের ভেতর থেকে যা বেরোল...তাতে হতবাক দুঁদে পুলিস অফিসাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


একের পর এক বাঘের বাচ্চার মৃতদেহ। গুনে গুনে ৪০টা। প্রত্যেকটাই দুগ্ধপোষ্য শিশু। ব্যাংককের কাঞ্চনাবুড়ি বৌদ্ধমন্দির পরিদর্শনের পর মাঝে মাঝেই দর্শনার্থীদের দেখা যেত বাঘের বাচ্চার সঙ্গে সেলফি পোস্ট করতে। কোনওটায় কোলে নিয়ে বসে। কখনও দুধ খাওয়ানো হচ্ছে।



তবে, বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক স্তরে অভিযোগ উঠছিল, মন্দিরের আড়ালে বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালানো হয় মন্দিরে। আর তখনই উদ্ধার হয় ৪০টি বাঘের ছানার মৃতদেহ। যদিও মন্দির কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি।


এছাড়া প্রায় ৫২টি জীবন্ত বাঘকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ওই মন্দির চত্বর থেকে। আরও ৮৫টি বাঘ এখনও রয়েছে বলে জানা যাচ্ছে।