ওয়েব ডেস্ক : 'অশ্লীল'! 'অপরাধ'! শাস্তি স্বরূপ জীবন্ত পুড়িয়ে মারা হল ৫ কিশোরীকে। 'অপরাধ'? কয়েকজন কিশোর ও কিশোরীকে একসঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের কোহিস্তানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েকজন কিশোরের সঙ্গে ওই ৫ কিশোরীকে নাচ করতে দেখার পর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে। বসে খাপ পঞ্চায়েত। সেই পঞ্চায়েত ওই কিশোরীদের নাচ করাকে 'পাপ কাজ' বলে নিদান দেয়। আর তারপরই পুড়িয়ে মারা হয় ওই ৫ পাক কিশোরীকে। প্রথমে তাদের ঘরবন্দি করে রাখা হয়। তারপর তাদের উপর চালানো হয় নৃশংস অত্যাচার।


আরও পড়ুন, বীভত্স! নৃশংসতার চূড়ান্ত 'নজির' মুম্বইয়ে