ওয়েব ডেস্ক : ক্যামেরুনে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল ৫৩ জনের। আহত কমপক্ষে ৩০০। অনেকেরই চোট গুরুতর। তাদের চিকিত্‍সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়়ুন- বঙ্গপোসাগরে গভীর নিম্নচার...দীপাবলিতে বৃষ্টির আশঙ্কা কলকাতায়!


তীব্র গতিতে থাকা ট্রেনটি হঠাত্‍ই লাইনচ্যুত হয়ে পাশে উল্টে যায়। লাইন থেকে ছিটকে বেরিয়ে যায় একাধিক বগি। রেল সূত্রে খবর, অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল ট্রেনটি। ৬০০ জনের জায়গায় নেওয়া হয়েছিল ১৩০০ জনকে। এজন্য ন'বগির ট্রেনে অতিরিক্ত আরও আটটি বগি জুড়ে দেওয়া হয়। এই কারণেই দুর্ঘটনা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরুনের পরিবহণমন্ত্রী এডগার অ্যালেইন মেবে'গো জানিয়েছেন, রাজধানী ইয়ান্ডো থেকে ১২০ কিলোমিটার দূরে এসেকা শহরে দুর্ঘটনাটি ঘটেছে। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল।