ওয়েব ডেস্ক: আজ আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস। তামাকজাত কোনও পন্য থেকে নিজেকে দূরে রাখুন।এই সচেতনতাই ছড়িয়ে দিন সবার মাঝে। কারণ, তামাক সাস্থ্যের পক্ষে ক্ষতিকর নতুন করে আর কিছু বলার নেই। তবু, এমন একটা বিশেষ দিনে কয়েকটি এমন তথ্য, যেগুলো সত্যিই আপনাকে ভাবাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) দেশের ৭২ শতাংশ ধূমপান করা মানুষই থাকেন শহরাঞ্চলে।


২) দেশের ধূমপান করা মানুষের ৬৬ শতাংশই নিয়মিত ধূমপান করেন। বাকি ৩৪ শতাংশ সময়ে ইচ্ছে হলে।


৩) দেশের ৮৩ শতাংশ মানুষ ধূমপান করা শুরু করেন ১৫ থেকে ২৫ বছর বয়সের মধ্যে।


৪) দেশের ৭৯ শতাংশ ধূমপান করা মানুষ রোজ একটির বেশি সিগারেট খান। ২১ শতাংশ মানুষ ৫ টি করে সিগারেট খান রোজ।


৫) দেশের ৬৬ শতাংশ ধূমপান করা মানুষ বলেন, সিগারেট ছেড়ে দেবেন। কিন্তু তাঁরা ছাড়তে পারছেন না।


৬) সারা বিশ্বের ধূমপান করা মানুষদের ১২ শতাংশ বাস করেন ভারতে!


৭) প্রতি বছর ভারতে ১০ লক্ষ মানুষ তামাকের জন্য মারা যায়।