নিজস্ব প্রতিবেদন : রাশিয়ায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৭১ জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মস্কো থেকে ৪০ কিলোমিটাক দূরে রামেনস্কি এলাকায়। বিমানটি মস্কো থেকে অরস্কের দিকে যাচ্ছিল। শুরু হয়েছে উদ্ধারকাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, ৬৫জন যাত্রী ও ৬ জন বিমানকর্মীকে নিয়ে সারাতোভ এয়ারলাইন্সের বিমানটি এদিন সকালে অরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। আকাশে ওড়ার কিছক্ষণের মধ্যে এটিসি-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপরই রামেনস্কি এলাকায় বিমানটি ভেঙে পড়ার খবর মেলে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। শুরু হয়েছে উদ্ধারকাজ।


সংবাদ সংস্থা সূত্রে খবর, এলাকার বাসিন্দারা হঠাত্ই দেখতে পান একটি জ্বলন্ত বিমান মাটিতে এসে আছড়ে পড়ল।


আরও পড়ুন- আবুধাবিতে প্রথম মন্দিরের শিলান্যাস করলেন নমো